অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

প্রথমবারের মতো অস্কারে যাচ্ছে সুদানি চলচ্চিত্র

এন্টারটেইনমেন্ট ডেস্ক

প্রকাশিত: ০১:৪৬ পিএম, ২৭ ডিসেম্বর ২০২০ রোববার   আপডেট: ০৩:৩৬ পিএম, ২৭ ডিসেম্বর ২০২০ রোববার

স্বৈরশাসক ওমর আল-বশিরের ক্ষমতাচ্যুত হওয়ার প্রায় দু'বছর পর আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে পুনরায় সম্পৃক্ত হচ্ছে সুদান। তার জন্য নেয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ, এর মধ্যে আছে তাদের চলচ্চিত্র জগতও। 

দেশটির ইতিহাসে প্রথমবারের মতো একাডেমি পুরস্কার (অস্কার) এর জন্য জমা দেয়া হয়েছে একটি চলচ্চিত্র। ইউরোপীয় এবং মিশরীয় প্রযোজক সংস্থার অর্থায়নে নির্মান হলেও পরিচালক ও অভিনেতা-অভিনেত্রীরা সবাই সুদানি। 

‘ইউ উইল ডাই অ্যাট টোয়েন্টি’ নামক ছবিটি  অস্কারের সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে প্রতিযোগিতা করবে। দেশটির বিখ্যাত সাহিত্যিক হাম্মর জিয়াদার লেখা ছোট গল্প থেকে চলচ্চিত্রটি নির্মান করা হয়। 

চলচ্চিত্রটি সম্পর্কে বিশ্লেষকরা বলেন, ছবিটি প্রমাণ করে যে দেশের সংস্কৃতি অঙ্গন আবারও জাগ্রত হচ্ছ্।

ছবিটির পরিচালক আমজাদ আলু আলাদা  সংবাদ সংস্থা এপিকে জানান, এটা ছিল এক দুঃসাহসিক কাজ, কেননা ২০১৮ সালে প্রেসিডেন্ট আল-বাশারের পদত্যাগের আন্দোলনের সময় ছবিটির শুটিং শুরু হয়।