অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সাবেক সংসদ সদস্য সাদেক খান গ্রেফতার

অপরাজেয় বাংলা ডেস্ক

প্রকাশিত: ০৭:৩৩ পিএম, ২৪ আগস্ট ২০২৪ শনিবার  

রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় গ্রেফতার হয়েছেন সাবেক সংসদ সদস্য সাদেক খান।

শনিবার (২৪শে আগস্ট) সন্ধ্যায় রাজধানী তেজগাঁও নাখালপাড়া থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার (উত্তর) মোহাম্মদ রবিউল ইসলাম ভূঁইয়া।

ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য সাদেক খান রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের করা একটি হত্যা মামলার আসামি।

ওই মামলায় আজ শনিবার (২৪শে আগস্ট) রাজধানীর পশ্চিম নাখালপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

ওআ/