অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সংস্কৃতিজন সেলিম আহমেদ না ফেরার দেশে

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:৩৩ পিএম, ২৩ ডিসেম্বর ২০২০ বুধবার  

অভিনেতা, নাট্যকার, লেখক এবং ফ্যাশন ডিজাইনার সেলিম আহমেদ মারা গেছেন। বুধবার (২৩ ডিসেম্বর) সকালে রাজধানীর আসগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সেলিম আহমেদ ঢাকা বিশ্ববিদালয়ের চারুকলা অনুষদে পড়াশোনা করেছেন। জীবনের দীর্ঘ সময় তিনি আড়ং এর প্রধান ডিজাইনার ছিলেন। নাটক এবং বিজ্ঞাপনেও কাজ করেছেন তিনি। নাটক লেখা এবং নির্মাণের সাথেও জড়িত ছিলেন।

এছাড়া সাহিত্য জগতে সেলিম আহমেদ কবি, গল্পকার, ঔপন্যাসিক হিসেবে সুপরিচিত। ছিলেন দেশের অন্যতম প্রচ্ছদ শিল্পী। পাঠক সমাবেশের লোগো সহ বিগত ত্রিশ বছরে অসংখ্য বইয়ের প্রচ্ছদ করেছেন তিনি।

গত ১৭ ডিসেম্বর হৃদযন্ত্রে সমস্যা নিয়ে আসগর আলী হাসপাতালে চেকআপ করানোর আগ মুহূর্তে সন্ধ্যায় ম্যাসিভ হার্ট এটাক হয় তার। এরপর তিনি লাইফ সাপোর্টে চলে যান। কিডনিতে আগেই সমস্যা ছিলো। এমন পরিস্থিতিতে তার দুটো কিডনিই অকার্যকর হয়ে পড়ে। ফুসফুসে গুরুতরভাবে নিউমোনিয়া ছড়িয়ে পড়ে।

বুধবার বাদ আসর ইস্কাটন গার্ডেন মসজিদে জানাজা শেষে তাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।