মুক্তি পেলেন ভিপি নুর
অপরাজেয় বাংলা ডেস্ক
প্রকাশিত: ০৫:০৬ পিএম, ৬ আগস্ট ২০২৪ মঙ্গলবার

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর মুক্তি পেয়েছেন।
মঙ্গলবার (৬ আগস্ট) দুপুর আড়াইটায় কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।
বিষয়টি নিশ্চিত করেন সংগঠনটির দপ্তর সম্পাদক শাকিলউজ্জামান। তিনি বলেন, বিশাল গাড়িবহর নিয়ে কেরানীগঞ্জ থেকে পল্টনে আসছি।
গত বৃহস্পতিবার (১ আগস্ট) রাজধানীর কাজীপাড়া মেট্রোরেল স্টেশনে অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় নুরকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
২৮ জুলাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম শুনানি শেষে তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।