অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

১৪ দলের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

অপরাজেয় বাংলা ডেস্ক

প্রকাশিত: ০৭:৩১ পিএম, ২৯ জুলাই ২০২৪ সোমবার  

ফাইল ছবি

ফাইল ছবি

১৪ দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক চলছে।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এবিএম সরওয়ার-ই-আলম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ১৯ জুলাই ১৪ দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা। সেদিন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত ওই সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এদিকে কোটা সংস্কার আন্দোলন চলাকালে দুষ্কৃতিকারীদের আগুনে পুড়ে যাওয়া বনানীর সেতু ভবন ও মহাখালীর দুর্যোগ ভবন সোমবার দুপুরে পরিদর্শন করেছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের জোট সঙ্গী ১৪ দলের নেতারা।