অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মিয়ানমারে ফেরত যাচ্ছে ১৩৪ বিজিপি সদস্য, আসছেন ৪৫ বাংলাদেশি

অপরাজেয় বাংলা ডেস্ক

প্রকাশিত: ১১:২২ পিএম, ৮ জুন ২০২৪ শনিবার  

মিয়ানমারে চলমান সংঘাতে বাংলাদেশে আশ্রয় নেওয়া বিজিপিসহ ১৩৪ সেনাসদস্য আজ দেশে ফিরে যাচ্ছেন। বিনিময়ে মিয়ানমারে দীর্ঘ কারাভোগ করা ৪৫ বাংলাদেশি ফিরছেন। 

শনিবার বিকাল ৫টায় রাখাইন রাজ্যের সিটওয়ে থেকে একটি জাহাজে বাংলাদেশিরা দেশের উদ্দেশে রওয়ানা হয়েছেন। এ জাহাজেই মিয়ানমারের বিজিপি ও সেনা সদস্যরা ফেরত যাবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার উইংয়ের মহাপরিচালক মিয়া মো. মাঈনুল কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ৪৫ বাংলাদেশি বিভিন্ন সময় মিয়ানমারের বাহিনীর হাতে আটক হন। পরে তারা বিভিন্ন মেয়াদে কারাভোগ করেন। তারা কক্সবাজার, নরসিংদী ও নারায়ণগঞ্জের বাসিন্দা। ইয়াঙ্গুনে বাংলাদেশ দূতাবাস এবং সিতওয়েতে বাংলাদেশ কনস্যুলেটের অবিচল প্রচেষ্টার ফলে ৪৫ বাংলাদেশিকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেয়া সম্ভব হচ্ছে। 

জানা গেছে, পালিয়ে আসা মিয়ানমারের সেনাসহ সীমান্ত রক্ষী বাহিনীর (বিজিপি) ১৩৪ সদস্যকে বাংলাদেশ কোস্টগার্ড ও বিজিবির সদস্যরা নিরস্ত্র করে কক্সবাজারের টেকনাফে হেফাজতে রেখেছিলেন।