ফেনী পৌরসভার ২৪ কাউন্সিলর পদে আ’লীগের ১৬১ মনোনয়ন প্রত্যাশী
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, ফেনী
প্রকাশিত: ০৪:৪৮ পিএম, ২০ ডিসেম্বর ২০২০ রোববার আপডেট: ০৫:৫৬ পিএম, ২০ ডিসেম্বর ২০২০ রোববার
আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য ফেনী পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে আওয়ামী লীগের মনোনয়ন পেতে প্রার্থীদের হিড়িক পড়েছে। শুক্রবার শেষ দিনে দলীয় সমর্থন পেতে ১৮টি সাধারন ওয়ার্ড ও সংরক্ষিত ৬টি নারী ওয়ার্ডে দেড় শতাধিক প্রার্থীতা চেয়েছেন। বর্তমান কাউন্সিলরদের পাশাপাশি আওয়ামী লীগ ছাড়াও যুবলীগ-ছাত্রলীগসহ সহযোগি সংগঠনগুলোর বিভিন্ন স্তরের অনেকে প্রার্থীতা চেয়ে আবেদন করেছেন।
আরও পড়ুন: কারিনার বইয়ে থাকছে প্রেগন্যান্সির নানা টিপস
দলীয় সূত্র জানায়, পৌরসভার ১নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর জেলা কৃষক লীগ সাধারণ সম্পাদক আশ্রাফুল আলম গীটারের পাশাপাশি পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন মেজবাহ হাজারী। ২নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান খোকন হাজারী ও তার চাচাতো ভাই জেলা যুবলীগের সহ-সভাপতি রাশেদুল হক হাজারী। ৩নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি কোহিনুর আলম, জেলা যুবলীগের সহ-সম্পাদক নুরুল করিম শিপন, আরিফুল ইসলাম, খায়ের আহম্মদ, শহীদুল ইসলাম, জামান ইসলাম, আবুল কালাম আজাদ, সফিকুল আলম। ৪নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মুজিবুর রহমান ভূঞা, সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন তসলিমসহ ৫ জন। ৫নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জয়নাল আবদীন লিটন, সাংবাদিক রবিউল হক রবি, জেলা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক আকবর হোসেন মিল্লাতসহ ৭ জন।
আরও পড়ুন: শীতকালে কেন খাবেন আমলকি?
৬নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আতিক উল্যাহ ফয়সাল, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি অমর কৃষ্ণ দাস, সাধারণ সম্পাদক আবুল কালাম সহ ৯ জন। ৭নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর জেলা আওয়ামী লীগ সাংস্কৃতিক সম্পাদক বাহার উদ্দিন বাহার, তার ভাই ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নুর আলম, জেলা যুবলীগ সহ-সম্পাদক হুমায়ুন কবীর ভূঞা, সদর উপজেলা যুবলীগের উপ-প্রচার সম্পাদক রিয়াজ উদ্দিন রুবেল সহ ১১ জন। ৮নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মফিজ উল্যাহ কোম্পানী, পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সম্পাদক তৌহিদ রেজানুর মাসুদ, ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোস্তফা ভূঞা, সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাইফুদ্দিন রুপমসহ ১৪ জন। ৯নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর জেলা আওয়ামী লীগের সমাজসেবা সম্পাদক সিরাজুল ইসলাম, পৌর যুবলীগের সহ-সভাপতি গাজী খালেদ ইমাম জুয়েলসহ ৭ জন। ১০নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন মুন্না, সাবেক সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন ভূঞা, আওয়ামী লীগে সদ্য যোগদান করা খালেদ খানসহ ৭ জন।
আরও পড়ুন: ডাবের পানির আদ্যোপান্ত
১১নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গোলাম মেহেদী আলম চৌধুরী রুবেল ও আকবর হোসেন চৌধুরী। ১২নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর জেলা আওয়ামী লীগ সদস্য হারুন উর রশিদ মজুমদার, ওয়ার্ড সভাপতি লোকমানুর রহমান ফরায়েজী, সাধারণ সম্পাদক এম এ আজাদ, পৌর যুবলীগের সহ-সম্পাদক শাহপরান ভূঞা সুমনসহ ১৩ জন। ১৩নং ওয়ার্ডে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি নাছির খান, পৌর যুবলীগ সহ-সভাপতি তৌহিদুর রহমান হানিফ, পৌর আওয়ামীলীগ নেতা মোশাররফ হোসেনসহ ৯ জন। ১৪নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মনির আহম্মদ, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি নুরুল আলম দিদার, ওয়ার্ড যুবলীগ সভাপতি আবদুল কাদের শিপনসহ ১৪ জন। ১৫নং ওয়ার্ডে ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক একরামুল হক একরামসহ ১৫ জন। ১৬নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক আমির হোসেন বাহার সহ ৪ জন। ১৭নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো: মানিক, জেলা আওয়ামী লীগ সভাপতি পিপি হাফেজ আহম্মদের ছেলে খালেদ মোহাম্মদ আলী রাসেল। ১৮নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সাইফুর রহমান, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন ভূঞা রাজন সহ ৭ জন মনোনয়ন চেয়েছেন।
আরও পড়ুন: মোবাইল ফোন ব্যবহারে ঝুঁকি, মানুন ৬ নির্দেশনা
এছাড়া সংরক্ষিত নারী ওয়ার্ডে ১, ২ ও ৩নং ওয়ার্ডে ৪ জন, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে ৩ জন, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে ২ জন, ১০, ১১ ও ১২নং ওয়ার্ডে ৪ জন, ১৩, ১৪ ও ১৫নং ওয়ার্ডে ৩ জন, ১৬, ১৭ ও ১৮নং ওয়ার্ডে ৭ জন প্রার্থীতা চেয়ে আবেদন করেন।
মনোনয়ন বোর্ডে রয়েছেন জেলা সভাপতি পিপি হাফেজ আহম্মদ, জেলা সহ-সভাপতি মাষ্টার আলী হায়দার ও দপ্তর সম্পাদক এ.কে শহীদ উল্যাহ খোন্দকার।