চার ঘণ্টায় পড়েছে ১৭ শতাংশ: ইসি সচিব
অপরাজেয় বাংলা ডেস্ক
প্রকাশিত: ০২:৩৯ পিএম, ২১ মে ২০২৪ মঙ্গলবার

প্রথম দফার মতো উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপেও প্রথম চার ঘণ্টায় ভোটার উপস্থিতি তেমনটা নয়। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী নির্বাচন শুরুর পর প্রথম চার ঘণ্টায় ১৭ শতাংশ ভোট পড়েছে।
মঙ্গলবার (২১ মে) দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম এমন তথ্য দেন। তবে শেষ বেলায় ভোটার বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। বলেন, দিন শেষে প্রথম ধাপের চেয়ে বেশি ভোট পড়বে।
ইসি সচিব বলেন, দ্বিতীয় ধাপে ১৫৬টি উপজেলায় সকাল ৮টায় শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চার ঘণ্টায় গড়ে ১৬ দশমিক ৯৪ শতাংশ ভোট পড়েছে। বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ছোটখাট মিলিয়ে ১৮টি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে।
জাহাংগীর আলম বলেন, ভোটের আগে একজন আনসার সদস্য স্ট্রোক করে এবং ভোটের লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে একজন বৃদ্ধের মৃত্যু হয়।
ইসি সচিব আরও বলেন, সাধারণত আমাদের দেশে দুপুরের পর ভোটার উপস্থিতি বাড়ে। আশা করি প্রথম ধাপের তুলনায় দ্বিতীয় ধাপে ভোটের হার বাড়বে।
১৫৬ উপজেলায় মোট কেন্দ্রের সংখ্যা ১৩ হাজার ১৬টি। ভোট কক্ষ রয়েছে ৯১ হাজার ৫৮৯। অস্থায়ী ভোট কক্ষ রয়েছে আট হাজার ৮৪১টি। এই ধাপের মোট ভোটার তিন কোটি ৫২ লাখ চার হাজার ৭৪৮ জন। তার মধ্যে পুরুষ ভোটার রয়েছেন এক কোটি ৭৯ লাখ পাঁচ হাজার ৪৬৪ জন। নারী ভোটার রয়েছেন এক কোটি ৭২ লাখ ৯৯ হাজার ৪৭ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২৩৭ জন।