অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আত্মপ্রকাশ করছে ‌টেগোর সোসাইটি ঢাকা

অপরাজেয় বাংলা ডেস্ক

প্রকাশিত: ০৯:৪০ পিএম, ৫ মে ২০২৪ রোববার  

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বৈচিত্র্যময় সৃজনশীল চিন্তা ও দর্শনের অনুশীলন, গবেষণা ও প্রচারের জন্য বাংলাদেশে Tagore Society Dhaka শিরোনামে একটি সংগঠন প্রতিষ্ঠা করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এটি ট্রাস্টি বোর্ড কর্তৃক অলাভজনক একটি প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হবে। 

আগামীকাল ০৬ মে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ‘টেগোর সোসাইটি ঢাকা’ অনুষ্ঠানিক পথচলা শুরু করবে। বিশ্বসাহিত্য কেন্দ্রে সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে সংবাদ সম্মেলনের আয়োজন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্ম, সঙ্গীত, সৃজনকলা, শিক্ষাভাবনা, জাতীয়তাবোধ, কৃষিকাজ, ধর্মচিন্তা, বিজ্ঞান ও সমাজভাবনার বহুমাত্রিক দর্শন নিয়ে সেমিনার, সাংস্কৃতিক উৎসব, প্রকাশনা, আন্তর্জাতিক গবেষক বিনিময় ও শিক্ষাসফর আয়োজনের পাশাপাশি রবীন্দ্রবিষয়ে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের অংশগ্রহণে সভা-সেমিনারের উদ্যোগ গ্রহণ করবে ‘টেগোর সোসাইটি ঢাকা’।