অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

খান ইউনিসে মসজিদে ইসরাইলের হামলা

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ০৯:১৬ পিএম, ৪ মে ২০২৪ শনিবার  

গাজার খান ইউনিসের পূর্বাঞ্চলীয় ফুখারি শহরের একটি মসজিদে গোলাবর্ষণ করেছে ইসরাইলি বাহিনী। মধ্য গাজার আল-মুঘরাকা ও আজ-জাহরা শহরেও গোলাবর্ষণ করা হয়েছে। তবে এসব হামলায় হতাহতের ঘটনা ঘটেছে কি না তা এখনো জানা যায়নি। 

এদিকে অধিকৃত পশ্চিম তীরের তুলকারেমের নিকটবর্তী শোয়েইকেহ শহরে এক ফিলিস্তিনি তরুণের বুকে গুলি করেছে ইসরাইলি বাহিনী।

আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তিকে তুলকারেমের থাবেত সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে ওয়াফা নিউজ এজেন্সি।

১৫ ঘণ্টার প্রাণঘাতি অভিযানের পর তুলকারেমের নিকটবর্তী দেইর আল-ঘুসুন শহর থেকে ইসরাইলি বাহিনী সরে যাওয়ার কয়েক ঘণ্টা পর এ খবর পাওয়া গেল। 

প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্ধারকর্মীরা শহরটির ধ্বংসস্তূপের নিচ থেকে আরও একটি মৃতদেহ উদ্ধার করার পর ওই অভিযানে নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে।

গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলি হামলায় অন্তত ৩৪ হাজার ৬৫৪ জন ফিলিস্তিনি নিহত ও ৭৭ হাজার ৯০৮ জন আহত হয়েছেন।