অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

নিজেদের টেস্ট ইতিহাসে সর্বনিম্ন রানে গুটালো ভারত

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০১:২১ পিএম, ১৯ ডিসেম্বর ২০২০ শনিবার   আপডেট: ০১:৪৭ পিএম, ১৯ ডিসেম্বর ২০২০ শনিবার

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচের দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৬ রানে গুটালো ভারতের ইনিংস। যা দেশটির টেস্ট ইতিহাসে সর্বনিম্ন৷ ম্যাচে মো. শামি রিয়াটার্ড হার্ট হয়ে ফিরে যাওয়ায় ভারতকে ইনিংসে অলআউট ধরা হবে কিনা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। 

সর্বনিম্ন রানে ইনিংস শেষ হওয়ায় ভারতের আগের রেকর্ড ছিল ৪২ রান। ১৯৭৪ সালে ইংল্যান্ডের লর্ডসের ঘটনাটি ভারতীয় ক্রিকেটে পরিচিত 'সামার অব ফর্টি টু' নামে। শনিবার (১৯ ডিসেম্বর) এর ঘটানকে অনেকে এখন মজা করে বলছেন ' উইন্টার অব থার্টি সিক্স' বলে। 

অ্যাডিলেড ওভালে ৯ রানে ১ উইকেট দিয়ে শুরু করে ভারত। কিন্তু ২১ ওভার ২ বলে ৯ উইকেট হারিয়ে মাত্র ৩৬ রানেই থামে কোহলিদের ইনিংস। 

টেস্টে প্রথম ইনিংসে ভারত করে ২৪৪ রান। আর অজিরা অলআউট হয় ৯১ রানে। শনিবার (১৯ ডিসেম্বর) ৫৩ রানে লিডের সাথে মাত্র ৩৬ রান যোগ করায় ম্যাচ জিততে পেইনিদের দরকার মাত্র ৯০ রান। শেষ খবর পাওয়া পর্যন্ত কোন উইকেট না হারিয়ে ৪৮ রান করেছে অস্ট্রেলিয়া।