অতিরিক্ত সচিব পদে ১২৭ কর্মকর্তার পদোন্নতি
অপরাজেয় বাংলা ডেস্ক
প্রকাশিত: ১১:৩৭ পিএম, ২২ এপ্রিল ২০২৪ সোমবার

যুগ্মসচিব পদমর্যাদার ১২৭ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত সচিব করা হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ১২৭ যুগ্মসচিবকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত সচিব করা হলো। তাদেরকে অতিরিক্ত সচিব হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ নিয়োগ করা হলো। পদোন্নতি পাওয়া কর্মকর্তারা মোবাইল ও ইমেইলে যোগদান পত্র প্রেরণ করবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।