অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

শীর্ষ ৫০০ বিলিয়নিয়ারের তালিকা থেকে বাদ পড়লেন ট্রাম্প

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ১০:০৪ পিএম, ১১ এপ্রিল ২০২৪ বৃহস্পতিবার  

'ট্রাম্প মিডিয়া'র শেয়ারবাজারে ধস নেমে যাওয়ায় বিশ্বের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ পড়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের অনলাইন প্ল্যাটফর্ম 'ট্রুথ সোশ্যাল'র মূল কোম্পানি 'ট্রাম্প মিডিয়া'র শেয়ারবাজারের হতাশাজনক পারফরম্যান্সের কারণে ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্স থেকে বাদ পড়েছেন তিনি।

ট্রাম্প মিডিয়ার শেয়ারের দাম গত সপ্তাহ ধরে ক্রমাগত কমে যাচ্ছে। স্থানীয় হিসেবে, বুধবার (১০ এপ্রিল) ট্রেডিং বন্ধের সময় শেয়ার প্রতি ৮.৫৭ শতাংশ কমে ৩৪.২৬ ডলারে দাঁড়িয়েছে। এর ফলে ট্রাম্প মিডিয়ার বাজারমূল্য দাঁড়ায় বর্তমানে প্রায় ৪৭০ কোটি ডলার।

তবে বুধবার দিনের শেষ পর্যন্ত ট্রাম্পের শেয়ারের মূল্য ছিল ৩০০ কোটি ডলারেরও কম। কোম্পানির বোর্ডের অনুমোদন ছাড়া সেপ্টেম্বর পর্যন্ত শেয়ার বিক্রিও করতে পারবেন না তিনি।

ট্রুথ সোশ্যাল অ্যাপের মালিকানাধীন ট্রাম্প মিডিয়া ২০২৩ সালে মাত্র ৪.১ মিলিয়ন ডলার আয় করে। তবে ৫৮ মিলিয়ন ডলার নিট লোকসানের কথাও জানিয়েছে।