অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ড্র করেও সন্তুষ্ট রিয়াল কোচ 

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৩:২০ পিএম, ১০ এপ্রিল ২০২৪ বুধবার  

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে দুইবার পিছিয়ে পড়েও বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির বিপক্ষে ৩-৩ গোলে ড্র করে মাঠ ছেড়েছে রিয়াল। এতেই সন্তুষ্টি প্রকাশ করেছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। 

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রিয়াল কোচ বলেন, 'যেটা আমি চেয়েছিলাম অল্প কিছু ব্যবধানে হলেও এগিয়ে থাকতে। কিন্তু আমাদের সন্তুষ্ট থাকতে হবে। আমরা লড়াই করেছি এবং আমরা যদি এটা (ইতিহাদ স্টেডিয়ামে) দ্বিতীয় লেগে চালিয়ে যেতে পারি তাহলে আমরা ফাইনালে যেতে পারব।'

দ্বিতীয় লেগে ভালো কিছুর প্রত্যাশা করছেন আনচেলত্তি। তিনি আরও বলেন, 'প্রশ্ন হচ্ছে নাচো ও মিলিতাওয়ের উপর। অন্যথায় এই দলই থাকবে। এই সমান মাঠে একই ধরণের ঘাস থাকবে। যেটা শুধু থাকবে তা হলো সমর্থকদের সাহায্য পাওয়া। প্রথম লেগের মতোই খেলার চেষ্টা করব। আমরা যা করেছি তাতে আমরা সন্তুষ্ট এবং আমরা ম্যানচেস্টারে একই কাজ করার চেষ্টা করব।'