অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

এপ্রিল মাস জুড়েই চলবে তাপপ্রবাহ 

অপরাজেয় বাংলা ডেস্ক

প্রকাশিত: ১২:০১ এএম, ৬ এপ্রিল ২০২৪ শনিবার  

সারাদেশে এপ্রিল মাস জুড়েই চলবে তাপপ্রবাহ। ঈদের সময় স্বাভাবিকের তুলনায় বেশি তাপমাত্রা থাকবে। শুক্রবার (৫ এপ্রিল) এমনটিই জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন।

তিনি বলেন, বর্তমানের আবহাওয়ার অবস্থা আরও এক সপ্তাহ বিরাজ করবে। পুরো এপ্রিল মাস জুড়েই সারাদেশে তাপপ্রবাহ থাকবে।

তিনি আরও জানান, তাপপ্রবাহ থাকলেও আগামী রোববার দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি হতে পারে। হালকা বৃষ্টিপাত হলেও তাপমাত্রা কমবে না। আর ঈদের সময় তাপমাত্রা থাকবে স্বাভাবিকের তুলনায় বেশি।

এপ্রিল মাসে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হবে জানিয়ে আবহাওয়াবিদ মনোয়ার হোসেন আরও বলেন, ভৌগোলিক অবস্থা আর জলবায়ু পরিবর্তনের প্রভাবের কারণেই আবহাওয়ার এই পরিবর্তন। 

এদিকে শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ বয়ে যাওয়ার পাশাপাশি বৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা, ঝড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে টাঙ্গাইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, রাঙ্গামাটি জেলাসহ রাজশাহী বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকবে।