অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

হিটলারের কুমিড়টি মস্কোর মিউজিয়ামে

প্রকাশিত: ০৯:২৫ এএম, ১৮ ডিসেম্বর ২০২০ শুক্রবার   আপডেট: ০৬:০০ পিএম, ২২ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার

ডারউইন মিউজিয়ামে স্থান পাচ্ছে স্যাটার্ন নামের কুমিড়টি

ডারউইন মিউজিয়ামে স্থান পাচ্ছে স্যাটার্ন নামের কুমিড়টি

ধারনা করা হয় এটি এডলফ হিটলারের পালিত কুমিড়। ৮৪ বছর বয়সে স্যাটার্ন নামের কুমিড়টির মৃত্যু হয়েছে। এবার সেটি বিশেষ প্রক্রিয়াজাত করে রাখা হচ্ছে প্রদর্শনীতে। সেটা করছে রুশ কর্তৃপক্ষ। মস্কোর ডারউইন মিউজিয়ামে স্থান পাচ্ছে স্যাটার্ন। প্রায় ছয় মাস ধরে কুমিড়টিকে ট্যাক্সিডারমাইড (স্থায়ীভাবে রাখার উপযুক্তকরণ) করা হয় বলে জানিয়েছে ডারউইন মিউজিয়াম। 

১৯৩৬ সালে স্যাটার্নের জন্ম হয় যুক্তরাষ্ট্রে। পরে এটিকে নিয়ে আসা হয় বার্লিন চিড়িয়াখানায়। সেখানে ১৯৪৩ সালের ২৩ নভেম্বর বোমা হামলা হলে বেশকিছু কুমিড় মারা পড়ে। তবে বেঁচে যায় স্যাটার্ন। 

১৯৪৬ সালে ব্রিটিশ সেনারা স্যাটার্নকে খুঁজে পায়। তারা ওটিকে সোভিয়েত কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। হারিয়ে যাওয়ার ওই তিন বছর স্যাটার্ন ঠিক কোথায় ছিলো তা কারো জানা নেই, এবং রহস্যই রয়ে গেছে। 

গত ২৪ মে স্যাটার্নের মৃত্যু হয়।

১৯৪৬-এ স্যাটার্নকে যখন মস্কোয় নেওয়া হলো সেই থেকে একটি গুজব বেশ ছড়িয়ে পড়ে এটি ছিল এডলফ হিটলারের ব্যক্তিগত সংগ্রহশালার কুমিড়।