অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

চুল পড়া বন্ধ করে পেঁয়াজের তেল

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ০৬:০৫ পিএম, ১৭ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার   আপডেট: ০৬:০০ পিএম, ২২ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার

সাম্প্রতিক সময়ে চুল পড়া, রুক্ষ ও শুষ্ক হওয়া নিত্যনৈমিত্তিক ঘটনা। এ নিয়ে অনেকে উদ্বিগ্ন। চুল ঘন ও লম্বা করতে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। কত কিছুরই না আশ্রয় নিচ্ছেন ভুক্তভোগীরা। তবু কিছুতেই কিছু হচ্ছে না। 

তবে এ নিয়ে আর চিন্তা নয়। পেঁয়াজ দেবে এর সহজ সমাধান। চুলের জন্য দারুণ উপকারি এটি। চুলের গোড়া শক্ত করে নিত্যপণ্যটি। মাথায় পেঁয়াজের তেল লাগালে চুলের বৃদ্ধি হয়। তাই ঘনকালো চুলের জন্য ব্যবহার করুন এটি।

তৈরি প্রণালি

প্রথমে পেঁয়াজের রস বের করুন। একটি প্যানে নারকেল তেল এবং সেই রস নিন। এটি ভালোভাবে মেশান। ঠাণ্ডা হওয়ার পর ছাঁকনি দিয়ে ছেঁকে নিন। ব্যাস! প্রস্তুত পেঁয়াজের তেল। এটি ৬ মাস পর্যন্ত ব্যবহার করা যাবে। 

ব্যবহারবীধি
প্রথমে চুল দুই ভাগে ভাগ করুন। এরপর চুলের গোড়ায় এই তেল লাগান। স্ক্যাল্পে হালকাভাবে ম্যাসাজ করুন। সঠিকভাবে লাগালে চুল ঘন ও নরম হয়। 

উপকারিতা
পেঁয়াজের তেল চুলকে গভীরভাবে কন্ডিশনিং করে। শুষ্ক চুলের জন্য এটি খুবই কার্যকরী। এই তেল মাথায় প্রয়োগ করলে চুলের রুক্ষতা ভাব দূর হয়। চুলের গোড়া মজবুত হয়। পেঁয়াজের তেল ব্যবহার করলে খুশকি দূর হয়। চুল পড়া কমে।