অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ঢাবির অধ্যাপক জিয়া রহমান আর নেই

অপরাজেয় বাংলা ডেস্ক

প্রকাশিত: ০২:২৭ পিএম, ২৩ মার্চ ২০২৪ শনিবার  

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং অপরাধ বিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. জিয়া রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

শনিবার (২৩ মার্চে) ভোরে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তার মৃত্যু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাকসুদুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক জিয়া রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের সাবেক প্রাধ্যক্ষ ছিলেন। এছাড়া ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ক্রিমিনোলজি (আইএসসি) এর বাংলাদেশ বোর্ড অব ডিরেক্টর এবং সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স, ঢাবির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল জানান, শনিবার জোহরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অধ্যাপক জিয়া রহমানের জানাজা অনুষ্ঠিত হবে।