অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

হাইকোর্টে আগাম জামিন পেলেন নাহিদ সুলতানা যুথি

অপরাজেয় বাংলা ডেস্ক

প্রকাশিত: ০২:২২ পিএম, ২০ মার্চ ২০২৪ বুধবার  

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার অ্যাশোসিয়েশন) নির্বাচনের পর হাতাহাতি ও মারামারির অভিযোগে দায়ের করা মামলায় আইনজীবী নাহিদ সুলতানা যুথিসহ চারজন আগাম জামিন পেয়েছেন।

বুধবার (২০ মার্চ) বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে যুথির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শেখ আওসাফুর রহমান বুলু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম মাসুদ রুমি।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার অ্যাশোসিয়েশন) নির্বাচনে সম্পাদক পদে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন যুথি। তিনি যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের স্ত্রী।

জামিন পাওয়া অপর তিন আসামি হলেন- অ্যাডভোকেট শাকিলা রৌশন, ব্যারিস্টার চৌধুরী মৌসুমী ফাতেমা ও মারামারি ঘটনার প্রেক্ষাপটে বরখাস্ত সহকারী অ্যাটর্নি জেনারেল জাকির হোসেন।