অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে অবসর ভাঙলেন হাসারাঙ্গা 

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৫:০২ পিএম, ১৯ মার্চ ২০২৪ মঙ্গলবার  

 ওয়ানডে ও টি-টোয়েন্টিতে মনোযোগ দিতে শ্রীলংকার হয়ে মাত্র ৪টি টেস্ট ম্যাচ খেলেই অবসর নেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। সেই অবসর ভেঙ্গে বাংলাদেশ দলের বিপক্ষে শুক্রবার সিলেটে শুরু হতে যাওয়া দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে খেলবেন হাসারাঙ্গা। তাকে রেখেই টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড (এসএলসি)। 

সবশেষ ২০২১ সালের এপ্রিলে পাল্লেকেলেতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলেছিলেন হাসারাঙ্গা। প্রায় তিন বছর পর সেই বাংলাদেশের বিপক্ষেই টেস্টে ফিরতে যাচ্ছেন তিনি। 

হাসারাঙ্গা ফেরার সিরিজে লংকান টেস্ট দলে ডাক পেয়েছেন নিশান পেরিস। 

শ্রীলংকা টেস্ট দল: ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কুশল মেন্ডিস, দিমুথ করুণারত্নে, নিশান মাদুশকা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দিনেশ চান্দিমাল, সাদিরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, লাহিরু উদারা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, প্রবাথ জয়সুরিয়া, রমেশ মেন্ডিস, নিশান পেরিস, কাসুন রাজিথা, বিশ্ব ফের্নান্দো, লাহিরু কুমারা ও চামিকা গুনাসেকারা।