অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

তাসকিন-শরিফুলে বাংলাদেশের দুর্দান্ত সূচনা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১১:০১ এএম, ১৮ মার্চ ২০২৪ সোমবার  

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত এক জয় পেলেও দ্বিতীয় ম্যাচে হেরে যায় বাংলাদেশ। লঙ্কানরা সিরিজে সমতায় ফেরায় আজ দুই দলের শেষ ম্যাচটিই হয়ে দাঁড়িয়েছে সিরিজ নির্ধারণী। গুরুত্বপূর্ণ এই ম্যাচে আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টাইগারদের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক কুশল  মেন্ডিস। আর বল হাতে দুর্দান্ত সূচনা পেয়েছে টাইগাররা। তাসকিন আহমেদের বলে শুরুতেই ফিরেছেন দুই লঙ্কান ওপেনার। টাইগার স্পিডস্টারকে যোগ্য সঙ্গ দিয়েছেন আরেক পেসার শরুফুল ইসলান। এ দুজনের দারুণ বোলিংয়ে প্রথম পাওয়ার প্লে শেষে সফরকারীদের সংগ্রহ ৩৯ রান।

টসে হেরে টাইগারদের হয়ে বল হাতে ইনিংসের সূচনা করেন শরিফুল ইসলাম। টাইগার পেসারের করা প্রথম ওভারে স্কোরবোর্ডে ১ রান যোগ করতে সক্ষম হয় দুই লঙ্কান ওপেনার। এরপর দ্বিতীয় ওভারে বল করতে আসেন আরেক পেসার তাসকিন।

তাসকিনের করা দ্বিতীয় ওভারের প্রথম দুইটি বল দেখেশুনেই খেলেছিলেন আগের ম্যাচে শতক হাঁকানো লঙ্কান ওপেনার পাথুম নিশাঙ্কা। তবে তৃতীয় বলেই লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়েন তিনি। ফলে ফিরতে হয়েছে ১ রানেই।

এদিকে নিজের করা দ্বিতীয় ওভারে বল করতে এসে আরেক লঙ্কান ওপেনার আভিস্কা ফার্নান্দোকেও ফিরিয়েছেন তাসকিন। চতুর্থ ওভারে টাইগার স্পিডস্টারের বলে কট বিহাইন্ড হয়ে আউট হন ফার্নান্দো।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৯ রান।