সুপ্রিম কোর্ট বারের নির্বাচনে মারামারি, ব্যারিস্টার কাজল কারাগারে
অপরাজেয় বাংলা ডেস্ক
প্রকাশিত: ০১:৩৩ পিএম, ১৪ মার্চ ২০২৪ বৃহস্পতিবার
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভোট গণনাকে ঘিরে মারামারির ঘটনায় করা মামলায় বিএনপি-জামায়াতপন্থি সমর্থিত সাধারণ সম্পাদক প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৪ মার্চ) মামলাটির তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আবুল কালাম আজাদ চার দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।
আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সাইফুর রহমানের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
রুহুল কুদ্দুস কাজলের আইনজীবী ওমর ফারুক ফারুকী এতথ্য নিশ্চিত করেন
তবে তারপক্ষে জামিন আবেদন করেননি আইনজীবীরা। গত ১০ মার্চ তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
গত ৯ মার্চ সন্ধ্যায় রাজধানীর পল্টনে নিজ চেম্বার থেকে তাকে আটক করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পরে শাহবাগ থানায় হস্তান্তর করা হলে তাকে গ্রেফতার দেখানো হয়।
সুপ্রিম কোর্ট বার নির্বাচনের ভোট গণনাকে কেন্দ্র করে হট্টগোল, হাতাহাতি ও মারামারির ঘটনায় ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩০/৪০ জনের বিরুদ্ধে শুক্রবার (৮ মার্চ) শাহবাগ থানায় মামলা করা হয়। মামলায় এক নম্বর আসামি করা হয় স্বতন্ত্র সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথীকে। আর দুই নম্বর আসামি ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
