অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সিরিজ বাঁচানোর ম্যাচে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৫:৪২ পিএম, ৬ মার্চ ২০২৪ বুধবার  

প্রায় দেড় বছর ধরে টি টোয়েন্টি ফরম্যাটে সিরিজ হারেনি বাংলাদেশ। সবশেষ ২০২২ সালের জুলাই-আগস্টে জিম্বাবুয়ে সফরে ১-২ ব্যবধানে টি-টোয়েন্টিতে সিরিজ হেরেছিল বাংলাদেশ। মাঝের সময়টায় টানা চারটি টি-টোয়েন্টি সিরিজে শতভাগ সাফল্য ছিল টাইগারদের। অথচ জমজমাট বিপিএল শেষ করার পর পরই সিরিজ হারের শঙ্কায় পড়েছে বাংলাদেশ।

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৩ রানের ব্যবধানে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল। এতে ১-০তে এগিয়ে রয়েছে সফরকারীরা। আজ সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল। সিরিজ রক্ষা করতে হলে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে। এমন সমীকরণে আজও টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার কাপ্তান শান্ত। এতে প্রথম ম্যাচের মতো আজও আগে ব্যাট করবে লঙ্কানরা

বুধবার (৬ মার্চ) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে গড়াবে ম্যাচটি। খেলাটি সরাসরি দেখা যাবে গাজী টিভি ও টি-স্পোর্টসে।

আজকের ম্যাচে অপরিবর্তিত আছে বাংলাদেশ একাদশ। শ্রীলঙ্কা এনেছে একটি পরিবর্তন। স্পিনার আকিলা দনাঞ্জয়ার জায়গায় দলে এসেছেন পেসার দিলশান মাদুশঙ্কা।

বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, রিশাদ হোসেন ও জাকের আলী।

শ্রীলঙ্কা একাদশ : আভিস্কা ফার্নান্ডো, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিত আসালাঙ্কা (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথুস, দাসুন শানাকা, মহীশ তিকশানা, দিলশান মাদুশঙ্কা, বিনুরা ফার্নান্ডো, মাতিশা পাতিরানা।