অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মেডিকেল ছাত্রকে গুলি করা সেই শিক্ষক বরখাস্ত

অপরাজেয় বাংলা ডেস্ক

প্রকাশিত: ০৪:১৬ পিএম, ৬ মার্চ ২০২৪ বুধবার   আপডেট: ০৪:১৭ পিএম, ৬ মার্চ ২০২৪ বুধবার

সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজছাত্র আরাফাত আমিন তমালকে গুলি করা সেই শিক্ষক ডা. রায়হান শরীফকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার (৬ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব দূর-রে শাহওয়াজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপণে তাকে সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপণে উল্লেখ করা হয়, শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রভাষক ডা. মো. রায়হান শরীফ (২১৩৮৯২) ফৌজদারি অপরাধে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেপ্তার হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরাখাস্তকালীন তিনি বিধি মোতাবেক খোরপোষ ভাতা প্রাপ্ত হবেন।

দুপুরে কলেজের অধ্যক্ষ ডা. আমিরুল হোসেন কালবেলাকে এ তথ্য নিশ্চিত করে জানান, ছাত্রদের দাবি ছিল ডা. রায়হান শরীফ যেন কলেজে না থাকতে পারে। ইতোমধ্যে তাকে সাময়িক বরখাস্তের চিঠি এসেছে।