অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

হাইকোর্টে জামিন পেলেন শিশু নুরী ও আকলিমার মা

অপরাজেয় বাংলা ডেস্ক

প্রকাশিত: ০১:০৭ পিএম, ৬ মার্চ ২০২৪ বুধবার  

বিএনপির ডাকা ২৮ অক্টোবরে মহাসমাবেশের দিন হামলা ও নাশকতাকে কেন্দ্র করে বাবা হামিদ ভূঁইয়ার পরিবর্তে ৪ বছরের নূরজাহান নুরী ও তার সাত বছর বয়সী বড় বোন আকলিমার মা পুতুলের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।

বুধবার (৬ মার্চ) তাদের জামিন দেন হাইকোর্ট।

এর আগে সোমবার (৪ মার্চ) বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চে তার জামিন আবেদনের ওপর শুনানি হয়। ওইদিন আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার কায়সার কামাল ও অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শাহিন আহমেদ খান। আদালতে নূরী ও বর্ষা সাংবাদিকদের বলেন, কারাগারে গিয়ে মাকে দেখে আসি, কিন্তু ধরতে পারি না।

গত বছরের ২৩ নভেম্বর সংবাদ মাধ্যমে ‘নূরীর কান্নার জবাব নাই’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে বলা হয়, কেউ এসেছেন কোলের শিশু নিয়ে, কেউ এসেছেন অবুঝ সন্তান নিয়ে, আবার কেউ নাতি-নাতনি নিয়ে। বৃদ্ধ বাবা, মা, স্ত্রী, ভাই-বোনরাও এসেছেন। তাদের কারও চোখে পানি, কারও হাতে প্ল্যাকার্ড, কারও হাতে ব্যানার। তারা সবাই বিরোধী রাজনৈতিক দলের ‘নির্যাতিত’ নেতাকর্মীদের স্বজন। বিএনপি’র এসব নেতাদের মধ্যে কেউ শিকার হয়েছেন গুম-খুনের, কেউ বা আছেন কারাগারে। জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে দাঁড়িয়ে স্বজনদের মুক্তি দাবি করেছেন তারা।

প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে দাঁড়িয়ে মায়ের মুক্তি দাবি করে এ দুই শিশুকন্যা। রাজধানীর পুরান ঢাকা থেকে দাদা-দাদির হাত ধরে আসে দুই অবুঝ শিশু বর্ষা ও নূরী। মানববন্ধনে দাঁড়িয়ে কারাবন্দি মায়ের জন্য মুক্তি দাবি করে শিশু বর্ষা মাইক্রোফোন হাতে নিয়ে বলে, আমার মাকে ছেড়ে দেন। আমার পরীক্ষা। আমি মাকে ছাড়া স্কুলে যেতে পারি না। এ সময় পাশে থাকা বৃদ্ধা দাদি বলেন, আমার ছেলে আবদুল হামিদকে না পেয়ে পুত্রবধূ পুতুলকে গ্রেপ্তার করা হয়েছে। তার নামে কোনো মামলা নেই। আমার পুরো পরিবার বিএনপি করে-এটাই অপরাধ। দুটি দুধের শিশুকে আমি সামলাতে পারি না। সারারাত ঘুমাতে পারি না। বোন ও দাদি যখন কথা বলছিলেন তখন অঝোরে কাঁদছিল ছোট্ট শিশু নূরী। ওইদিন তিন ছেলের গ্রেপ্তারের বর্ণনা দিয়ে পিতা আব্দুল হাই বলেন, আমার তিন সন্তানকে কারান্তরীণ করা হয়েছে। এক ছেলেকে ১০ বছর সাজা দেওয়া হয়েছে। বড় ছেলেকে না পেয়ে তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। পুত্রবধূকে তিনদিনের রিমান্ডেও নিয়েছে পুলিশ। অথচ, আমার ছেলের বউ রাজনীতিতে জড়িত নন। গ্রেপ্তার আতঙ্ক বিএনপির কর্মী আবদুল হামিদ ভূঁইয়া পালিয়ে বেড়াচ্ছেন। মা হাফসা আক্তার নাশকতার মামলায় গ্রেপ্তার। মা–বাবার জন্য কাঁদছে শিশু নূরজাহান আক্তার নূরী ও বর্ষা।