অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

কিছু বামপন্থি দল আছে, এখন তাঁরাও লাফায়: প্রধানমন্ত্রী

অপরাজেয় বাংলা ডেস্ক

প্রকাশিত: ০৫:৫৬ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৪ বৃহস্পতিবার  

বিএনপির সরকার পতনের আন্দোলনে কিছু বামপন্থি দলও সামিল হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দলীয় আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা অভিযোগ করে বলেন, ‘বিএনপির কাছে গণতন্ত্রের ছবক শুনতে হয়, অথচ তারাই স্বাধীনতাকে ব্যর্থ করতে বঙ্গবন্ধুকে মানুষের মন থেকে মুছে ফেলার অপচেষ্টা করেছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘এখন আবার শুনি তাদের বড় বড় কথা। আন্দোলন করে সরকার হটিয়ে দেবে। তার মধ্যে জামায়াত–বিএনপি বুঝলাম, কিন্তু আমাদের কিছু বামপন্থি দল আছে এখন তাঁরাও লাফায়। তাঁরাও আন্দোলন করবে, বিপ্লব করবে।’  

বিএনপির সমালোচনা করে সরকার প্রধান বলেন, ‘যারা মানবতার কথা বলেন, ইনডেমনিটি অধ্যাদেশ জারি করার পর তাঁদের মানবতা কোথায় ছিল?’

ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদান তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘বঙ্গবন্ধু জেলে ছিলেন উল্লেখ করে কিছু লোক ভাষা আন্দোলনে তার অবদান অস্বীকার করতে চান। অথচ সে সময়ের পাকিস্তানি গোয়েন্দা প্রতিবেদনেই ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদানের প্রমাণ রয়ে গেছে। ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদান যারা মুছে ফেলতে চেয়েছিল তারা আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে এটাই বাস্তবতা।’

বঙ্গবন্ধু কন্যা বলেন, ‘আমাদের দেশের কিছু আঁতেল এক সময় বলেছে, শেখ মুজিব ভালো প্রশাসক ছিলেন না। অথচ, যে সেক্টরে হাত দিয়েছি, দেখেছি মূল কাজটা বঙ্গবন্ধু করে দিয়ে গেছেন। মাত্র সাড়ে তিন বছরে একটা যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে তোলার কাজ করেছেন। স্বল্পোন্নত দেশ করে দিয়ে গেছেন। তার দেখানো পথেই আমরা এগিয়েছি। রাষ্ট্র পরিচালনার সব ভিত্তিই বঙ্গবন্ধু তৈরি।’