ফের বন্ধ মেট্রোরেল
অপরাজেয় বাংলা ডেস্ক
প্রকাশিত: ০৪:১৪ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৪ শনিবার আপডেট: ০৪:১৫ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৪ শনিবার
ফের মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) ঘণ্টাখানেক ধরে মেট্রোরেল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
এর আগেও যান্ত্রিক ত্রুটিতে কয়েকবার বন্ধ থাকে মেট্রোরেল।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মেট্রার অটোমেটিক ডোর সিগন্যাল পাচ্ছে না। এ দরজার সিগন্যাল দেওয়া হয় টিও কক্ষ (ট্রেন অপারেটর) থেকে। এ ছাড়া অটোমেটিক ডোরে আরেকটা সমস্যা হয়েছে। অটোমেটিক ডোরে যাত্রীরা বাধা তৈরি করেছেন এবং জোরপূর্বক দরজা টেনে খুলে রেখেছেন। ট্রেন অপারেটর (অটোমেটিক্যালি) চেষ্টা করেছে দরজা বন্ধ করার। কিন্তু সেটি বন্ধ করতে পারেনি। এ কারণে সিগন্যাল লস করেছে। সিগন্যাল না পাওয়ায় দরজা খুলছে না।
এ ঘটনায় বিরক্ত অনেক যাত্রী। আরিফুল আলম নামে এক যাত্রী বলেন, এবার ভোগান্তির আরেক নাম হয়ে উঠছে মেট্রোরেল। পল্লবী স্টেশনে দেড় ঘণ্টা ধরে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছি।
এদিকে, যাত্রীদের চাহিদা বিবেচনায় আজ থেকে পিক আওয়ারে ৮ মিনিট পরপর মেট্রোরেল চলাচল করছে।
