অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

শনিবার থেকে ৮ মিনিট পরপর চলবে মেট্রোরেল

অপরাজেয় বাংলা ডেস্ক

প্রকাশিত: ০৫:০৫ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৪ বৃহস্পতিবার  

যাত্রীদের চাহিদার বিবেচনায় মেট্রোরেলের যাতায়াতের সময় ১০ মিনিট থেকে কমিয়ে ৮ মিনিটে নির্ধারণ করা হয়েছে। আগামী শনিবার (১৭ ফেব্রুয়ারি) থেকে তা কার্যকর হবে। ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এন ছিদ্দিক এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এর আগে সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই ইঙ্গিত দিয়েছিলেন। তিনি সম্প্রতির বলেন, ‘মেট্রো তো বাংলাদেশ রেলওয়ে না, যখন তখন বগি বাড়ানো যাবে। এর বেশি বগি বাড়ানোর আর কোনো সুযোগ নেই। ফ্রিকোয়েন্সিটা দুই মিনিট করে কমানোর একটা ব্যবস্থা হচ্ছে।’