অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

৬১ নারী বীর মুক্তিযোদ্ধা বীরাঙ্গনার তালিকা প্রকাশ (পূর্ণ তালিকাসহ)

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৪:৫৩ পিএম, ১৫ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার   আপডেট: ০৫:১৬ পিএম, ১৫ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার

একাত্তরের মহান মুক্তিযুদ্ধের নারী বীর মুক্তিযোদ্ধা বীরাঙ্গনার নামের তালিকা প্রকাশ করেছে সরকার। এই তালিকায় ৬১ জনের নাম পরিচয় উল্লেখ করা হয়েছে। স্বাধীনতার পাঁচ দশকের কাছাকাছি সময়ে অবশেষে এই তালিকা প্রকাশিত হলো।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বীর মুক্তিযোদ্ধা বীরাঙ্গনার নাম গেজেটভুক্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন ২০০২ অনুযায়ী এই তালিকা করা হয়। 

এর আগে গত ২৯ অক্টোবর জানা যায়, একাত্তরের মহান মুক্তিযুদ্ধে নারী বীর মুক্তিযোদ্ধা বীরাঙ্গনাদের নাম গেজেটভুক্ত করতে চাইছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এ জন্য তাদের আবেদন করতে বলে মন্ত্রণালয়।

আরও পড়ুন- **নারী বীর মুক্তিযোদ্ধা বীরাঙ্গনাদের গেজেটভুক্তির উদ্যোগ

নিজ নিজ উপজেলা নির্বাহী অফিসারের কাছে এই  আবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছিল। আবেদনের সাথে প্রয়োজনীয় কাগজপত্র যেমন- এনআইডি, যুদ্ধকালীন কমান্ডার এর প্রতিবেদন, যদি সম্ভব হয় স্থানীয় মুক্তিযোদ্ধাদের প্রতিবেদন জমা দেয়ার কথা বলা হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তারা, উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির মতামতসহ তা সরাসরি মুক্তিযুদ্ধ বিষয়ক  মন্ত্রণালয়ে পাঠান।

পূর্ণ তালিকা: