অবশেষে মেট্রোরেল চলাচল শুরু
অপরাজেয় বাংলা ডেস্ক
প্রকাশিত: ০৫:০০ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০২৪ রোববার আপডেট: ০৫:০২ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০২৪ রোববার
কারিগরি ত্রুটির কারণে ১ ঘণ্টা ৪০ মিনিট বন্ধ থাকার পর ফের মেট্রোরেল চলাচল শুরু হয়েছে। আটকা পড়া ট্রেনটি কারওয়ান বাজারে এসেছে।
রোববার (৪ ফেব্রুয়ারি) বিকেলে ৪টা ২০ মিনিটে মেট্রোরেল চলাচল শুরু হয়।
এর আগে, দুপুর ২টা ৪০ মিনিট থেকে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন হাজার হাজার যাত্রী। অনেকের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক।
ডিএমটিসিএল’র জেনারেল ম্যানেজার নজরুল ইসলাম (সিগন্যালিং) জানান, মেট্রোরেলের ওভারহেড বৈদ্যুতিক লাইন ট্রিপ করায় ট্রেন চলাচল বন্ধ ছিল।
