অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সরকার ড. ইউনূসকে হয়রানি করছে না : আইনমন্ত্রী

অপরাজেয় বাংলা ডেস্ক

প্রকাশিত: ০২:১৩ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২৪ বৃহস্পতিবার  

সরকার ড. মুহাম্মদ ইউনূসকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে না বলে দাবি করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সচিবালয়ে সমসাময়িক বিষয়ক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।

আইনমন্ত্রী বলেন, ‘ড. ইউনূসের বিরুদ্ধে অকাট্য প্রমাণ থাকার পরও বিদেশে ছড়ানো হচ্ছে যে তার বিরুদ্ধে যেসব অভিযোগ সেগুলো মিথ্যা এবং বলা হচ্ছে, আমরা তাকে হয়রানির জন্য এটা করছি।’

আনিসুল হক বলেন, ‘দুটো কথাই অপপ্রচার। সরকার ড. ইউনূসকে হয়রানির করার জন্য কিছু করছে না, সরকার ড. ইউনূসের বিরুদ্ধে কোনো মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি করছে না। যে মামলা হয়েছে, সেটা শ্রমিকরা করেছিল। এরপর শ্রমিকদের অধিকার সুরক্ষা করার জন্য দায়িত্বপ্রাপ্ত যে অধিদপ্তর আছে, সেই ডিপার্টমেন্ট তার বিরুদ্ধে মামলা করেছে।’