অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

কুমিরের মুখ থেকে জীবিত বের হলেন তিনি

সাতরং ডেস্ক

প্রকাশিত: ০৬:০৪ পিএম, ২৪ ডিসেম্বর ২০২৩ রোববার  

কুমিরকে ভয় পায় না এমন ব্যক্তি হয়তো খুঁজে পাওয়া যাবে না। তবে সেই কুমিরের মুখ থেকে বের হতে দেখা গেল এক জীবিত ব্যক্তিতে। যা ইন্টারনেটে এরইমধ্যে ভাইরাল হয়েছে। তবে ভিডিওটি একটু ভালোভাবে খেয়াল করলেই দেখা যাবে বাস্তবতা আসলে ভিন্ন।

প্রথমে ভিডিওটি দেখা অনেকেই হয়তো ভাবতে পারেন যে, ভয়ঙ্কর কুমিরের মুখ থেকে টেনে বের করা হচ্ছে এক ব্যক্তিকে। কিন্তু একটু খেয়াল করলেও দেখা যাবে যে, রক্তপিপাসু ওই প্রাণীটি আদতে একটি রোবট!

এরইমধ্যে ভিডিওটিতে ছয় লাখ লাইক পড়েছে। ভিডিওটির বাস্তবতা বুঝতে পেরে সামাজিক যোগাযোগমাধ্যমে এক ব্যবহারকারী লেখেন, সত্যিকারের কুমিরের মুখ থেকে এমনভাবে বের হওয়া দেখতে চাই। প্লাস্টিক থেকে বের হওয়া  খুব সহজ।

আরেক ব্যবহারকারী লেখেন, ওহ অবশ্যই! এখন একদল ঈর্ষান্বিত মানুষ দাবি করছে এটা একটা প্লাস্টিক এবং কৃত্রিম কুমির। আরেক ব্যবহারকারী লেখেন, কুমিরটি মৃত। এটির চোয়ালও ভাঙা ছিল।