অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ৩৪৯

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৮:১০ পিএম, ১৩ ডিসেম্বর ২০২৩ বুধবার  

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের প্রাণহাণী ঘটেছে। এর মধ্যে ঢাকায় ৫ জন এবং ঢাকার বাইরে ২ জনের মৃত্যু হয়েছে। গত একদিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৪৯ জন।

বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, চলতি বছর ডেঙ্গুতে মারা গেছেন এক হাজার ৬৭৪ জন। এর মধ্যে ঢাকা সিটিতে ৯৬৬ জন এবং ঢাকা সিটির বাইরে ৭০৮ জন। এছাড়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ লাখ ১৮ হাজার ৩০৫ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩ লাখ ১৪ হাজার ৭৪০ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৪৯ জন। এর মধ্যে ঢাকা সিটিতে ৬২ জন এবং ঢাকা সিটির বাইরে ২৮৭ জন।

এর আগে, ২০১৯ সালে দেশব্যাপী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ৩৫৪ জন। ওই সময়ে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছিল।

২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। ওই বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল। এছাড়া ২০২২ সালে ডেঙ্গু নিয়ে মোট ৬২ হাজার ৩৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এর মধ্যে গত বছর মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে ২৮১ জন মারা গেছেন।