অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

চলে গেলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা জুনিয়র মাহমুদ

এন্টারটেইনমেন্ট ডেস্ক

প্রকাশিত: ১২:১৯ পিএম, ৮ ডিসেম্বর ২০২৩ শুক্রবার  

মারা গেছেন বলিউডের বর্ষীয়ার কৌতুক অভিনেতা নাইম সৈয়দ ওরফে জুনিয়র মাহমুদ। শুক্রবার (৮ ডিসেম্বর) ভোরে মুম্বাইয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।

দীর্ঘদিন ক্যনসারের সঙ্গে লড়েছেন মাহমুদ। হাসপাতালে চলছিল চিকিৎসা। কয়েকদিন আগে পরিবারের সদস্যরা তাকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যান। বৃহস্পতিবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হয়। বাড়িতেই মৃত্যু হয় তার।

ষাটের দশকে বলিউডে অভিনয় শুরু করেন জুনিয়র মাহমুদ। শিশুশিল্পী হিসেবে তুমুল জনপ্রিয়তা পান। ‘ননিহাল’ থেকে শুরু করে ‘দো রাস্তে’, ‘কাটি পতঙ্গ’, ‘ঘর ঘর কি কাহানি’, ‘ছোটি বহু’র মতো ২৫০টির বেশি ছবি রয়েছে তার ঝুলিতে।

শুধু কৌতুকশিল্পী নয়, পার্শ্ব অভিনেতা হিসেবেও দর্শকদের মনে জায়গা করে নেন জুনিয়র মেহমুদ। ২০১৯ সাল পর্যন্ত সিনেমা-সিরিয়ালে চুটিয়ে অভিনয় করে গিয়েছেন তিনি।

সূত্র: ইন্ডিয়া টুডে