অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

শীতের শুরুতে পায়ের যত্নে করণীয়

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ০৬:৪০ পিএম, ২৫ নভেম্বর ২০২৩ শনিবার  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শরীরের যে অঙ্গটিকে সবচেয়ে অবহেলা করা হয় তা হল পা। মুখের বা হাতের ত্বকের যত্নে সবাই যতটা তৎপর, সেই তুলনায় পায়ের ত্বকের পরিচর্যায় সবাই কম সময়ই ব্যয় করেন। কেউ কেউ আবার একেবারেই পায়ের যত্ন নেন না। প্রকৃতিতে শীত পড়তে শুরু করেছে। এই সময় ত্বক শুষ্ক হয়ে পড়ে। তাই মুখের মতো পায়েরও যত্ন নেওয়া উচিত।

এই সময়ে পায়ের যত্নে যা করণীয়-

১. সপ্তাহে একদিন বা দু’দিন বাড়িতেই পেডিকিউর করতে পারেন। গরম পানিতে শ্যাম্পু মিশিয়ে, কিছুক্ষণ পা ডুবিয়ে রাখুন। শ্যাম্পু ছাড়াও মধু মেশাতে পারেন। মধু এই শীতে পায়ের ত্বককে নরম রাখবে।

২. রাতে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই পায়ে ফুট ক্রিম বা ময়েশ্চারাইজার মেখে শুতে ‌যান।

৩. গোসলের পর পায়ে অলিভ অয়েল মাখতে পারেন। এই তেল ত্বকের শুষ্কতা রোধ করে।

৪. শীতকালে অনেকেরই পা ফাটে। গ্লিসারিনের মধ্যে পানি মিশিয়ে পায়ে লাগালে পা ফাটা কমে।

৫.  শীতের সময় বাড়িতে মোজা পরে থাকা উচিত। এতে পায়ের ত্বক কম রুক্ষ হয়।