অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

গান লিখে গ্র্যামি পুরস্কারে মনোনীত মোদি

এন্টারটেইনমেন্ট ডেস্ক

প্রকাশিত: ১০:৫৬ পিএম, ১১ নভেম্বর ২০২৩ শনিবার  

বিশ্বসংগীতের সবচেয়ে বড় আসর গ্র্যামি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার লেখা ‘অ্যাবানডান্স অব মিলেটস’ নামের গানটি চলতি বছর জুন মাসে মুক্তি পেয়েছিল। সেই গানে মিলেট তথা বাজরার গুণাগুণ ব্যক্ত করেছেন মোদি।

তার লেখা সেই গানই এবার গ্র্যামি পুরস্কার-২০২৪ এর বেস্ট গ্লোবাল মিউজিক পারফরম্যান্স বিভাগে মনোনীত হয়েছে। গানটি গেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ফালু ফাল্গুনী শাহ এবং তার স্বামী গৌরব শাহ।

বেস্ট গ্লোবাল মিউজিক পারফরম্যান্স ক্যাটাগরিতে ফাল্গুনী, গৌরব ও মোদি ছাড়াও মনোনয়ন পেয়েছে আরুজ আফতাব, বিজয় আইয়ার, শাহজাদ ইসমাইলির 'শ্যাডো ফোর্স', ব্রুনা বয়ের 'অ্যালোন', ডাভিডোর 'ফিল'-সহ আরও অনেক বিখ্যাত শিল্পীর গান।