অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

উদ্বোধন হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১২:১০ পিএম, ১১ ডিসেম্বর ২০২০ শুক্রবার  

ফেব্রুয়ারিতে পূর্নাঙ্গ সিরিজ খেলতে ভারত সফরে যাচ্ছে ইংল্যান্ড। সেখানে তৃতীয় টেস্ট ম্যাচ আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হতে যাচ্ছে ১ লাখ ১০ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন আহমেদাবাদের সার্দার বল্লভভাই প্যাটেল ক্রিকেট স্টেডিয়াম। একই শহরে একই নামে আরেকটি স্টেডিয়াম থাকায় একে মোতেরা স্টেডিয়াম বলেও ডাকা হয়। 

স্টেডিয়ামটিতে এর আগেও আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হয়েছে। তবে তখন এত বড় ছিলনা। ২০১৫ সালে স্টেডিয়ামটির সংস্কার শুরু হওয়ার পর এটাই হবে প্রথম ম্যাচ। এটি ক্রিকেট স্টেডিয়ামগুলোর মাঝে সবচেয়ে বেশি দর্শক ধারণক্ষমতাসম্পন্ন। এর আগে এই রেকর্ড ছিল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের দখলে। যেখানে ১ লাখ মানুষ একসাথে খেলা দেখতে পারেন। 

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) ভারত ও ইংল্যান্ড ক্রিকেট বোর্ড সিরিজ আয়োজনের কথা ঘোষণা দেয়। 

জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের পরপরই ভারতে পা রাখবে জো রুটরা। চেন্নাইয়ের চেপুক স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু হবে ৫ ফেব্রুয়ারি। দ্বিতীয় টেস্টও হবে একই মাঠে। তারপর মোরেতা স্টেডিয়ামে হবে তৃতীয় ও চতুর্থ টেস্ট। যেখানে তৃতীয় টেস্ট হবে ডে-নাইট।

টেস্ট সিরিজের পর একই মাঠে হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আর পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। শেষ ওয়ানডে ম্যাচটি হবে মার্চের ২৮ তারিখ।