অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মৃত্যুকূপে পিএসজি, সহজ গ্রুপে রিয়াল-বার্সা 

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০২:৫৮ পিএম, ১ সেপ্টেম্বর ২০২৩ শুক্রবার  

ফ্রান্সের মোনাকোতে অনুষ্ঠিত হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের 'ড্র'। আর এই ড্রয়ের সব থেকে কঠিন গ্রুপে পড়েছে ফরাসি ক্লাব পিএসজি। গ্রুপ পর্ব পার হতেই বেশ কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে লিগ ওয়ান চ্যাম্পিয়নদের। 

বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাতে ২০২৩-২৪ মৌসুমের চ্যাম্পিয়ন লিগের ড্র অনুষ্ঠিত হয়। প্রায় তিন বছর মোনাকোর গ্রিমালদি ফোরামে চ্যাম্পিয়ন লিগের ড্র অনুষ্ঠিত হয়। 

চ্যাম্পিয়নস লিগের গ্রুপ এফের মৃত্যুকূপে পিএসজির সঙ্গী জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড এবং সাতবারের চ্যাম্পিয়নস লিগজয়ী এসি মিলান। সেইসঙ্গে ইংলিশ ফুটবলে আলোড়ন তোলা নিউক্যাসল ইউনাইটেডকে দেখা যাবে তাদের সঙ্গে। ফরাসি ক্লাব পিএসজি এমন একটি গ্রুপে পড়েছে যে গ্রুপের বাকি ৩টি দলই যেতে পারে পরের রাউন্ডে। 

তবে তুলনামূলক সহজ গ্রুপে পড়েছে দুই স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। সি গ্রুপে রিয়ালের সঙ্গে রয়েছে ইতালিয়ান চ্যাম্পিয়ন নাপোলি, পর্তুগালের ব্রাগা ও প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ খেলতে আসা জার্মান ক্লাব ইউনিয়ন বার্লিন।

অন্যদিকে এইচ গ্রুপে বার্সেলোনার প্রতিপক্ষ পর্তুগিজ ক্লাব পোর্তো, ইউক্রেনের শাখতার দোনেৎস্ক ও বেলজিয়ান ক্লাব রয়্যাল অ্যান্টওয়ার্প। 

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোন গ্রুপে কারা

গ্রুপ ‘এ’: বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার ইউনাইটেড, কোপেনহেগেন, গালাতাসারাই। 
গ্রুপ ‘বি’: আর্সেনাল, সেভিয়া, পিএসভি আইন্দহোভেন, লাঁস। 
গ্রুপ ‘সি’: রিয়াল মাদ্রিদ, নাপোলি, ব্রাগা, ইউনিয়ন বার্লিন। 
গ্রুপ ‘ডি’: ইন্টার মিলান, বেনফিকা, সালজবুর্গ, রিয়াল সোসিয়েদাদ।
গ্রুপ ‘ই’: আতলেতিকো মাদ্রিদ, ফেইনুর্দ, লাৎসিও, সেল্টিক। 
গ্রুপ ‘এফ’: পিএসজি, বরুসিয়া ডর্টমুন্ড, এসি মিলান, নিউক্যাসল। 
গ্রুপ ‘জি’: ম্যানচেস্টার সিটি, লাইপজিগ, রেড স্টার বেলগ্রেড, ইয়াং বয়েজ।
গ্রুপ ‘এইচ’: বার্সেলোনা, পোর্তো, শাখতার দোনেৎস্ক, রয়্যাল অ্যান্টওয়ার্প।