অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

এখন আমি আর প্রেম চাই না...

মুহঃ মাহবুবর রহমান

প্রকাশিত: ০৩:৫৩ পিএম, ১৩ আগস্ট ২০২৩ রোববার   আপডেট: ০৩:৫৪ পিএম, ১৩ আগস্ট ২০২৩ রোববার

এখন আমি আর প্রেম চাই না
এখন আমি ধীরে ধীরে একা হয়ে উঠেছি
এতোটাই একা যে কোন সম্পর্ক আমার প্রয়োজন হয় না...

এখন রাতে আমার ঘুম হয় না
সারাদিন চারিদিকে এতো কোলাহল যে ক্লান্ত হয়ে পড়ি
রাত্রি যখন একা হয়ে উঠে তখন আমি জেগে উঠি
আমি রাতের আধার দেখি, বৃষ্টি দেখি, আলোর ফুলঝুরি দেখি
কুড়িতলা বাড়ির নয়তলার চৌহদ্দিতে বসে 
আমি শহরের লজ্জায় ভিজে যাওয়া মুখ দেখি
আমি রাতের আকাশে চোখ রেখে বহুদূর দেখি
আমি ১৯৭১ দেখি... 
বিভৎস শুকুনের চিৎকার এখনো টের পাই
৭৫ এর ভোরের কথা মনে পড়ে
কি নিষ্ঠুর সে ঘোষণা... 
আমার অন্তর ছিড়ে যাই
আমি ভেঙে খান খান হয়ে যাই...
আমি আর প্রেম চাই না...

আমার ঘুম আসে না।।
আমি ভোরের আজান শোনার অপেক্ষায় থাকি
আমি একা...
আমি কাঁদতে চাই...
এতে যদি আমার কিছু ঋণ শোধ হয়...