অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বছর শেষে তাহসান-টিনার চমক

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০১:০৯ পিএম, ৭ ডিসেম্বর ২০২০ সোমবার   আপডেট: ০১:২১ পিএম, ৭ ডিসেম্বর ২০২০ সোমবার

একসঙ্গে দুটি চমক নিয়ে হাজির হচ্ছেন দুই প্রজন্মের জনপ্রিয় শিল্পী তাহসান খান ও টিনা রাসেল। প্রথম চমক, এবারই মঞ্চ শেয়ার করছেন দুজনে। ‘ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস-২০২০’ আসরের মূল মঞ্চে গাইবেন তারা। 

কণ্ঠে থাকবে তাদের গাওয়া জনপ্রিয় গান ‘শেষ দিন। মঞ্চে উঠে শুধু গাওয়াই নয়, থাকবে কোরিওগ্রাফির চমকও। ১০ ডিসেম্বর রাতে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে এই জমকালো আসর বসছে।

টিনা রাসেল বলেন, এটা নিশ্চয়ই নতুন কিছু হতে যাচ্ছে। আগে অনেকবার আমরা একসঙ্গে শো করার কথা হলেও শেষ পর্যন্ত হয়ে ওঠেনি। মাঝের একটা বছর তো মহামারিতেই কেটে গেল। ফলে প্রিয় শিল্পী তাহসান ভাইয়ের সঙ্গে মঞ্চ শেয়ারের বিষয়টি এবার হচ্ছে।

মঞ্চে ওঠার প্রস্তুতি প্রসঙ্গে এই শিল্পী বলেন, মঞ্চে উঠে মূলত গানটাই গাইবো, তবে সেটি একটু ভিন্ন আদলে। এর মধ্যে আমরা আয়োজনের প্রধান ইজাজ খান স্বপন ভাই ও কোরিওগ্রাফারের সঙ্গে বসেছি। রিহার্সেলের প্রস্তুতিও নিচ্ছি। চমক থাকবে আমাদের পারফরম্যান্সে। এর বেশি বলে দর্শকদের আগ্রহ নষ্ট করতে চাই না।

গত বছর বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে সিডি চয়েস’র ব্যানারে প্রকাশ পেয়েছিল ‘শেষ দিন’ নামের আলোচিত গান চিত্রটি। জুলফিকার রাসেলের কথায় তাহসানের সুরে সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। আর যৌথভাবে গেয়েছেন তাহসান-টিনা। 

গানচিত্রটি প্রকাশের পর, এখনও বেশ সমাদৃত আধুনিক বাংলা গান ঘরানার শ্রোতাদের কাছে। তারই স্বীকৃতি হিসেবে ‘ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস-২০২০’ আসরে সেরা দ্বৈত গানের জন্য মনোনয়ন পেলো তাহসান-টিনা জুটি।

মনোনয়ন চমক প্রসঙ্গে টিনা বলেন, চূড়ান্ত বিচারে পুরস্কার পাবো কি না, জানি না। তবে আমি কৃতজ্ঞতা জানাতে চাই জুরি বোর্ডের সম্মানিত সদস্যদের প্রতি, গানটিকে মনোনীত করার জন্য। কারণ এটাও একধরনের স্বীকৃতি। বাকিটা নির্ভর করছে শ্রোতা-দর্শকদের ভোটের ওপর। আমরা আশাবাদী।