অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

স্মার্টফোনে কত শতাংশ চার্জ দেওয়া উচিত

সাই-টেক ডেস্ক

প্রকাশিত: ০৬:৪৩ পিএম, ২৫ জুলাই ২০২৩ মঙ্গলবার   আপডেট: ০৬:৪৪ পিএম, ২৫ জুলাই ২০২৩ মঙ্গলবার

স্মার্টফোনের ব্যাটারি শেষ হলে চার্জে বসিয়ে অনেকেই শতভাগ চার্জ করেন। যা একদমই ঠিক না। এতে করে ব্যাটারির আয়ু কমে যাবে ধীরে ধীরে। অনেকেরই জানা নেই স্মার্টফোনের ব্যাটারি কত শতাংশ চার্জ করা উচিত।

এখন বেশিরভাগ মানুষই দিনের অনেকটা সময় স্মার্টফোন ব্যবহার করেন। ফলে ব্যাটারি ড্রেন হয় দ্রুত। চার্জ দিতে হয় বারবার। তবে একটু সতর্ক হয়ে চার্জ দিলে ফোনের স্বাস্থ্য থাকবে ভালো।

অনেকেই ব্যাটারির চার্জ কমে ১০ শতাংশ হলে তবেই চার্জ দেন। আবার ফুল চার্জ দিতে ভালবাসেন অনেকে।

বিশেষজ্ঞরা বলছেন, ১০ শতাংশের কম চার্জ থাকলে ব্যাটারির উপর চাপ পড়ে। আবার ১০০ শতাংশ চার্জ হলেও ব্যাটারির উপর প্রেসার পড়ে।

স্মার্টফোনের ব্যাটারি সর্বোচ্চ ৮০ শতাংশ চার্জ দেওয়া ভাল। অন্যদিকে, ব্যাটারি ২০ শতাংশে নেমে গেলেই চার্জে বসানো উচিত।

মনে রাখবেন, স্মার্টফোন কখনওই ১০০ শতাংশ চার্জ করা উচিত নয়। এতে লিথিয়াম আয়ন ব্যাটারি ক্ষতিগ্রস্থ হওয়ার আশঙ্কা বাড়ে।