অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ব্রিটেনবাসী করোনার টিকা নেবেন কাল থেকে

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ১২:১৪ পিএম, ৭ ডিসেম্বর ২০২০ সোমবার   আপডেট: ০৭:৫০ পিএম, ৮ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার

যুক্তরাষ্ট্র করোনার টিকাদান কর্মসূচিতে যাচ্ছে কাল মঙ্গলবার (৮ ডিসেম্বর) থেকে। দেশটির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) টিকা দেয়ার কাজ শুরু করবে। এ লক্ষ্যে ৫০টি হাসপাতাল নির্ধারণ করা হয়েছে। 

বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দান আয়ারল্যান্ডেও আগামীকাল থেকে টিকা দেওয়ার কাজ শুরু হবে। অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন দেয়া হবে। সে হিসেবে প্রথমেই করোনার সম্মুখসারির যোদ্ধা হিসেবে পাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা, ৮০ বছরের বেশি বয়স্ক লোকজন ও কেয়ারহোমের কর্মীরা।

যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক করোনা টিকা কার্যক্রম শুরুকে একটি ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে উল্লেখ করেছেন। করোনারোধে দেশবাসীকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন। 

করোনার টিকাভর্তি বিশেষ কন্টেইনার বেলজিয়াম থেকে যুক্তরাজ্যে আনার পর, সেগুলো সুরক্ষিত স্থান থেকে হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

গত ২ ডিসেম্বর  করোনা প্রতিরোধে ফাইজার এবং এর অংশীদার কোম্পানি বায়োএনটেক এর তৈরি ভ্যাকসিন ব্যবহার ও প্রয়োগের অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য। 

ফাইজার হলো যুক্তরাষ্ট্রের ওষুধ কোম্পানি এবং এর জার্মান অংশীদার হলো বায়োএনটেক। ফাইজার ইতিমধ্যে তাদের তৃতীয় ধাপের ট্রায়ালের ফলাফল প্রকাশ করেছে। কোম্পানিটির দাবি, ভ্যাকসিন ৯৫ শতাংশের বেশি কার্যকর।