অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বর্ষায় ত্বকের যত্নে করণীয়

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ০৪:১২ পিএম, ১৭ জুন ২০২৩ শনিবার   আপডেট: ০৪:১৪ পিএম, ১৭ জুন ২০২৩ শনিবার

বর্ষায় ত্বকের যত্নে করণীয়। ছবি: অপরাজেয় বাংলা

বর্ষায় ত্বকের যত্নে করণীয়। ছবি: অপরাজেয় বাংলা

বর্ষাকাল মানেই ভ্যাপসা গরম, যখন তখন বৃষ্টি আর কাঠফাটা রোদ। এ সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণও যথেষ্ট বেশি। ঠিকঠাক যত্ন না নিলে ত্বক রুক্ষ, প্রাণহীন হয়ে পড়ে। ত্বকে ব্রণ ও অ্যালার্জির সমস্যাও দেখা দিতে পারে।

তাই এই ঋতুতে ত্বকের যত্নের ক্ষেত্রেও কিছু পরিবর্তন আনা জরুরি। জেনে নিন বর্ষাকালে ত্বকের যত্নে কী করবেন।

মধু ও হলুদে ত্বকের যত্ন

হলুদ অ্যান্টি-ইনফ্ল্যামেটরি যা আমাদের ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে। তাই ব্রণ হলে খুব দ্রুত ঠিক করে দিতে পারে হলুদ। এ ছাড়াও ত্বকের অতিরিক্ত তেল দূর করে দিতে পারে হলুদ। আর মধুতে আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান। যা ত্বকের ব্রণের সমস্যা সমাধান করতে সাহায্য করবে। অর্ধেক চামচ হলুদের সঙ্গে ১ টেবিল চামচ মধু মিশিয়ে নিন। মুখ সামান্য ভিজিয়ে নেবেন। তারপর এই মিশ্রণ লাগিয়ে নিন। ৫ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

বেসন দিয়ে ত্বকের যত্ন

যুগ যুগ ধরে ত্বকের যত্নে বেসনের ব্যবহার হয়ে আসছে। তৈলাক্ত ত্বকে বেসন অনেক উপকারী কারণ এটা ত্বকের অতিরিক্ত তেল নিঃসরণ বন্ধ করে। এক টেবিল চামচ বেসনের সঙ্গে পানি বা দুধ মিশিয়ে নিন। তা আপনার ত্বকে লাগিয়ে নিন। ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে এক থেকে দুবার ব্যবহার করতে পারেন।

মুলতানি মাটি দিয়ে ত্বকের যত্ন

মুলতানি মাটি ম্যাগনেশিয়াম ক্লোরাইডের খুব ভালো উৎস। এটি তাই ত্বকে ব্রণর সমস্যা সমাধানে খুবই কাজে আসে। এমনকী ডিপ ক্লিনজার হিসেবেও জনপ্রিয় মুলতানি মাটি। ত্বকের রন্ধ্রে জমে থাকা ময়লা পরিষ্কার করে। ত্বক পরিষ্কার রাখে। ১ বা অর্ধেক চামচ মুলতানি মাটি গোলাপ জলের সঙ্গে মিশিয়ে মিশ্রণ তৈরি করুন। তা মুখে লাগিয়ে ২০ মিনিট মতো রেখে তারপর ধুয়ে ফেলুন।

লেবুর রসে ত্বকের যত্ন

লেবুর রস হল অ্যান্টি-ব্যাকটেরিয়াল। ত্বকে থাকা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে লেবুর রস। এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড আছে। যা ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে। একটি তুলোর প্যাডে লেবুর রস লাগিয়ে তা ব্রণের উপর সরাসরি লাগাতে পারেন। ৫-১০ মিনিট ওভাবেই রেখে ধুয়ে ফেলুন।

গোলাপ জলে ত্বকের যত্ন

প্রাচীন যুগ থেকে ত্বকের যত্নে গোলাপ জল ব্যবহার করা হয়ে আসছে। গোলাপ জল ত্বকের জন্য খুবই ভালো। এর মধ্য়ে থাকা অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে এবং ত্বকের লাল ভাব কমায়। যদি ব্রণের কারণে ত্বকে কোনও অস্বস্তি হয় বা জ্বালা করে সেখানে গোলাপ জল লাগাতে পারেন। ত্বকের পিএইচ ভারসাম্য বজায় রাখে গোলাপ জল। এছাড়া টোনারের মতো সকালে ও রাতে লাগাতে পারেন আপনি।