অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৮৪ জন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৪:৪৮ পিএম, ৩০ মে ২০২৩ মঙ্গলবার  

গত ২৪ ঘণ্টায় আরও ৮৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ৬১ জন। আর ঢাকার বাইরে ২৩ জন।

মৌসুম শুরু হওয়ার আগেই ডেঙ্গু প্রকোপ শুরু হওয়ায় প্রতিদিন হাসপাতালে রোগী বাড়ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে গত বছরের তুলনায় এবার রোগীর সংখ্যা পাঁচ গুণ।

মঙ্গলবার (৩০ মে) স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতারে ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন ২৪৬ জন। তাদের মধ্যে রাজধানী ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে আছেন ২০৭ জন আর অন্য বিভাগগুলোয় আছেন ৩৯ জন।

অধিদপ্তরের তথ্যানুযায়ী, বছরের প্রথম পাঁচ মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯২৭ জন।