অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

রাবির ভর্তি পরীক্ষা শুরু

ক্যাম্পাস করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১০:৩৬ এএম, ২৯ মে ২০২৩ সোমবার  

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আজ সোমবার সকাল ৯টা থেকে প্রথম পালার পরীক্ষা শুরু হয়। প্রথম পালার পরীক্ষা শেষ হবে সকাল ১০টায়। আজ চার পালায় ভর্তি পরীক্ষা শেষ হবে বিকেল সাড়ে ৪টায়। আজ সকালে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে রাবির ভর্তি পরীক্ষা শুরু হলো।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এবারের ভর্তি পরীক্ষায় ‘সি’ ইউনিটে ১ হাজার ৫৩৩ আসনের বিপরীতে আবেদন করেছেন ৭৫ হাজার ৮৫১ জন শিক্ষার্থী। ‘সি’ ইউনিটের প্রতি আসনে লড়াই করবেন ৪৯ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। এ ছাড়া আগামীকাল মঙ্গলবার ‘এ’ ইউনিট ও বুধবার ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ দিকে পরীক্ষায় অসদুপায় অবলম্বন করতে পারেন এমন ৩৫ জনকে নজরদারিতে রাখা হয়েছে। এ তালিকায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একাধিক নেতাও রয়েছেন। বিশ্ববিদ্যালয়ের আইসিটি দপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে এ তথ্য জানা গেছে।

আইসিটি দপ্তর সূত্র আরও জানা যায়, প্রক্সি জালিয়াতি কার্যক্রম শুরু হয় আবেদনের সময়। এ সময় ছবি এডিট করা হয়। এই কাজটি করতে গিয়ে একাধিকবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে লগইন করতে হয়। এ সময় সন্দেহজনক ভর্তিচ্ছুদের নজরদারিতে রেখেছে আইসিটি সেন্টার।

এ ছাড়া ভর্তি পরীক্ষায় জালিয়াতির সঙ্গে জড়িত থাকতে পারে এমন সন্দেহভাজন কয়েকজন নিয়মিত ছাত্রের তালিকা প্রক্টর দপ্তরে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তালিকায় শাখা ছাত্রলীগের এক সাংগঠনিক সম্পাদক, সহ-সম্পাদক ও দুজন ছাত্রলীগ কর্মীর নাম রয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক খাদেমুল ইসলাম মোল্ল্যা গণমাধ্যমকে বলেন, পরীক্ষায় অসদুপায় অবলম্বন করতে পারে এমন সন্দেহ থেকে ৩০-৩৫ জনকে নজরদারিতে রাখা হয়েছে। পরীক্ষা আরও তিন দিন চলবে। সে ক্ষেত্রে নজরদারির তালিকা আরও বাড়তে পারে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘প্রক্সিসহ সব ধরনের জালিয়াতি ঠেকাতে আমরা প্রস্তুত আছি। বিগত সময়ে জালিয়াতির সঙ্গে জড়িত বেশ কয়েকজন ছাত্রের নাম গণমাধ্যমে এসেছে। তাঁদের গতিবিধি আমরা নজরদারিতে রাখছি। তাঁরা কোথায় যাচ্ছে, কী করছে আমরা সবকিছুই লক্ষ্য রাখছি।’