অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

দ্বিতীয় মেয়াদে ইউজিসি চেয়ারম্যান হলেন অধ্যাপক শহীদুল্লাহ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১০:৫৩ পিএম, ২৫ মে ২০২৩ বৃহস্পতিবার  

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান পদে দ্বিতীয়বারের মতো নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ্। প্রথম মেয়াদ শেষের দিনেই নিয়োগ পেলেন তিনি।

বৃহস্পতিবার (২৫ মে) শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করে।

আগামী চার বছরের জন্য তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে। নিয়মানুযায়ী প্রচলিত বিধি অনুযায়ী তিনি বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুবিধা পাবেন। এর আগে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন।