অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

‘যুক্তরাষ্ট্রের ভিসা স্যাংশন সরকারের জন্য কোনো চাপ নয়’

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০২:১৯ পিএম, ২৫ মে ২০২৩ বৃহস্পতিবার  

যুক্তরাষ্ট্রের ভিসা স্যাংশন সরকারের জন্য কোনো চাপ নয়, তবে যুক্তরাষ্ট্রের মতো একটি দেশের পক্ষ থেকে এ ধরনের একটা সিদ্ধান্তকে গুরুত্ব দিচ্ছে সরকার, একথা জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি আরও বলেন, সরকার কোনোভাবেই দেশকে অগণতান্ত্রিক পন্থায় যেতে দিবে না। একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (২৫ মে) সচিবালয়ে চীনের রাষ্ট্রদূতের সাথে বৈঠক শেষে এসব কথা বলেন কৃষিমন্ত্রী।

তিনি বলেন, ভিসা নিষেধাজ্ঞায় আওয়ামী লীগ উদ্বিগ্ন বা ভীত নয়। এটি সকল দলের জন্যই সতর্কবার্তা। কোনো অবস্থাতেই সরকার এমন কিছু করবে না যাতে কেউ ভিসা নিষেধাজ্ঞায় আসে। বিদ্যমান সাংবিধানিক ব্যবস্থার মাধ্যমেই গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাবে সরকার।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর কথার জবাব আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া হয়েছে। ২০১৪ এবং ২০১৮ সালে দেশে একটি সুষ্ঠু নির্বাচন হয়েছিল। এবারও একইরকম সুষ্ঠু নির্বাচন হবে। পরপর তিনবার একটি দলই সরকারে থাকার কারণে দেশে অভূতপুর্ব উন্নয়ন হয়েছে। তবে, যুক্তরাষ্ট্র থেকে যা বলা হয়েছে এটা তাদের জন্য; যারা আগামী নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা করবে। সরকার অবশ্যই চায় দেশে সুষ্ঠু নির্বাচন হোক।