অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

অর্থপাচার মামলায় ডিআইজি মিজানের ২৫ বছরের কারাদণ্ড দাবি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৪:৫৭ পিএম, ২৪ মে ২০২৩ বুধবার  

অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচার আইনের মামলায় বরখাস্ত পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানসহ চারজনের চারজনের পৃথক তিন ধারায় সর্বোচ্চ সাজা ২৫ বছরের কারাদণ্ড দাবি করেছে দুদক।

বুধবার (২৪ মে) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর মঞ্জুরুল ইমামের আদালতে যুক্তিতর্ক উপস্থাপনে এ সাজা দাবি করেন দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল। দুদকের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ডিআইজি মিজানের পক্ষে তার আইনজীবী যুক্তিউপস্থাপন শুরু করেন। তবে এদিন তা শেষ হয়নি। আগামী ৩১ মে যুক্তিতর্ক উপস্থাপনের পরবর্তী তারিখ ধার্য করেছেন।

মামলাটিতে এখন পর্যন্ত চার্জশিটভুক্ত ৩৩ জন সাক্ষীর মধ্যে ২৭ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে।

২০১৯ সালের ২৪ জুন দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে (ঢাকা-১) দুদকের পরিচালক মঞ্জুর মোর্শেদ বাদী হয়ে ডিআইজি মিজানসহ চারজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে ৩ কোটি ২৮ লাখ ৬৮ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন ও ৩ কোটি ৭ লাখ ৫ হাজার টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়। উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি ৪০ লাখ টাকা ঘুষ লেনদেনের মামলায় ডিআইজি মিজানের তিন বছর কারাদণ্ড দেন আদালত।