অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন সিদ্দারামাইয়া

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ০৪:০৭ পিএম, ২০ মে ২০২৩ শনিবার  

ভারতের কর্ণাটক রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া। আর উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন রাজ্য কংগ্রেসের সভাপতি ডি কে শিবকুমার। বেঙ্গালুরুর কান্তিরভা স্টেডিয়ামে স্থানীয় সময় আজ শনিবার দুপুরে তারা শপথ নেন। 

একই স্টেডিয়ামে ২০১৩ সালে প্রথমবারের মতো রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে সিদ্দারামাইয়া শপথ নিয়েছিলেন। তিনি দ্বিতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন।

বিজেপির বিরুদ্ধে বিরোধী দলগুলোর ঐক্য দেখানোর অংশ হিসেবে শপথ অনুষ্ঠানে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন, বাম নেতা ডি রাজা, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, মেহবুবা মুফতি, এনসিপি প্রধান শরদ পাওয়ার, ফারুক আবদুল্লাহ ও কমল হাসান উপস্থিত ছিলেন।

মুখ্যমন্ত্রী-উপমুখ্যমন্ত্রী ছাড়াও মন্ত্রিসভার নতুন আট সদস্য আজ শপথ নিয়েছেন।

চার দিনের অচলাবস্থা, জল্পনাকল্পনা শেষে গত বৃহস্পতিবার কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে সিদ্দারামাইয়া ও উপমুখ্যমন্ত্রী হিসেবে শিবকুমারের নাম ঘোষণা করে কংগ্রেস।

কর্ণাটকে বিজেপিকে হারিয়ে বিপুলভাবে জয়ী হয়েছে কংগ্রেস। ২২৪ সদস্যের বিধানসভা ভোটে কংগ্রেস ১৩৫ আসন পেয়েছে। বিজেপি পেয়েছে ৬৬ আসন।