অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

২০১৯ এর জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন যারা

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৪:০৮ পিএম, ৩ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার   আপডেট: ০৫:৩৭ পিএম, ৩ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার

কিছুদিন ধরেই অপেক্ষা ছিল। কবে আসবে ঘোষণা? কবে জানা যাবে কোন চলচ্চিত্রটি শ্রেষ্ঠত্ব অর্জন করেছে! পুরস্কারের দৌড়ে কারা এগিয়ে আছেন বা কারা পেতে পারেন তা নিয়ে গুঞ্জনের শেষ নেই কদিন ধরেই। অবশেষে অপেক্ষার সমাপ্তি। জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯ এর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে।  

তথ্য মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে জানা গেছে, ২০১৯ সালের জন্য মোট ২৬টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেয়া হয়েছে। জুরিবোর্ড তাদের বিচার-বিবেচনার কাজ শেষ করে নামগুলো পাঠিয়ে দিয়েছিলেন মন্ত্রণালয়ে। এরপর কয়েকটি প্রক্রিয়া সম্পন্ন করে পুরস্কারপ্রাপ্তদের নাম চূড়ান্ত করে অবশেষে জানানো হলো। শিগগিরই বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

যৌথভাবে শ্রেষ্ঠ চলচ্চিত্র ঘোষণা করা হয়েছে ‘ন ডারাই’ ও ‘ফাগুন হাওয়ায়’ এর নাম। প্রথমবারের মতো সেরা পরিচালকের পুরস্কার জিতলেন ‘ন ডারাই’ এর পরিচালক তানিম রহমান অংশু।

এবারের আসরে ‘আবার বসন্ত’ সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা নির্বাচিত হয়েছেন বরেন্য শিল্পী তারিক আনাম খান। আর শ্রেষ্ঠ অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। জীবনের প্রথম সিনেমা ন ডরাই-এ অভিনয় করেই এই স্বীকৃতি পেলেন সুনেরাহ। 

আজীবন সম্মননা দেয়া হয়েছে বর্ষীয়ান দুই গুণী শিল্পী অভিনেত্রী-প্রযোজক-পরিচালক কোহিনুর আক্তার সুচন্দা ও অভিনেতা-প্রযোজক-পরিচালক মাসুদ রানাকে। 

এবার পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার উঠছে ফজলুর রহমান বাবুর হাতে। তৌকীর আহমেদ পরিচালিত ‘ফাগুন হাওয়ায়’ অভিনয় করার জন্য এই স্বীকৃতি পেলেন তিনি। আর একই ক্যাটাগরিতে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী নারগিস আকতার ‘মায়া দ্য লস্ট মাদার’ ছবির জন্য পুরস্কার জিতে নিলেন।

সাপলুডু সিনেমায় অভিনয়ের জন্য খল চরিত্রের শ্রেষ্ঠ অভিনেতা হলেন জাহিদ হাসান। এটি তার ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো খল চরিত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন। এর মাধ্যমে অভিনয়ের তিনটি বিভাগে তার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন হলো। এর আগে তিনি সেরা নায়ক এবং পার্শ্ব চরিত্রের সেরা অভিনেতার সম্মাননা অর্জন করেন।

সবচেয়ে বেশি পুরস্কার ঘরে তুললেন মাসুদ পথিক পরিচালিত ‘মায়া দ্য লস্ট মাদার’ ছবিটি। ছবিটি সর্বোচ্চ আটটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নিয়েছে। 

ছয়টি বিভাগে সেরার পুরস্কার অর্জন করলো ‘ন ডরাই’ ছবিটি। তিনটি করে পুরস্কার পাচ্ছে ইমপ্রেস টেলিফিল্মের ‘ফাগুন হাওয়ায়’ ও দেশ বাংলা মাল্টিমিডিয়ার ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবি।

সেরা সংগীত পরিচালক হিসেবে পুরস্কার পাচ্ছেন চিরকুট ব্যান্ডের ইমন চৌধুরী, সেরা গায়কের পুরস্কার পাচ্ছেন মৃণাল কান্তি দাস। আর সেরা গায়িকা মমতাজ বেগম ও ফাতিমা তুয যাহরা ঐশী।

সেরা গীতিকার হিসেবে কামাল আবদুল নাসের চৌধুরী ও নির্মলেন্দু গুণকে নির্বাচিত করা হয়েছে। এবং সেরা সুরকার হিসেবে নির্বাচিত হয়েছেন তানভীর তারেক ও প্লাবন কোরেশী।

শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে যৌথভাবে পুরস্কার পেল আফরীন আক্তার ও নাইমুর রহমান।